আন্তর্জাতিক বিমানের টিকেটের দাম এবার একধাপ কমলো - BIKRAMPUR TOURISM

Wednesday, November 1, 2017

আন্তর্জাতিক বিমানের টিকেটের দাম এবার একধাপ কমলো

অবশেষে আন্তর্জাতিক বিমানের টিকেটের দাম এবার কমতে শুরু করলো।
অনেক আশা আকাঙ্খার পর আন্তর্জাতিক বিমানের টিকেটের দাম চলতি মাসে থেকে কমতে শুরু করছে। বর্তমানে সিঙ্গাপুর, দুবাই, সৌদি আরব, ওমান, কাতার, বাহরাইন সহ বেশ কয়েকটি দেশের বিমানের টিকেটের দাম ইতি মধ্যে কমতে শুরু করছে। বর্তমানে এ মূল্যটি 10 নভেম্বর পর্যন্ত স্থায়ী থাকতে পারে বলে টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে। তবে 10 তারিখের পর দাম কি পরিমান পরিবর্তন হবে সে বিষয়ে কোন অভিমত প্রকাশ করেন নাই। তবে বর্তমান মূল্যের সিট বুকিং হয়ে গেলে টিকেটের সিট নিয়ে আশঙ্কা পরতে পরে বলে তিনি জানিয়েছেন।
তাই যাদের বর্তমান মূল্য এবং সময় চাহিদা মূলক ঠিক আছে তাদের অতি শিঘ্রই ট্রাভেলস্ এজেসিগুলোর কাছ থেকে টিকেট সংগ্রহ করতে বলেছেন। তবে কোন পেসেঞ্জারকে দালালের চত্তরে না পরার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি আরও বলেন- বর্তমানে বিমানের টিকেট নিয়ে অনেকে পেসেঞ্জারের সাথে প্রতারণরা করছে, তারা যেনো একাধিক ট্রাভেলস যাচাই করে যেখানে তার নিজের ভাল মনে হয় এবং দাম কম মনে হয় সেখান থেকে যেনে টিকেট সংগ্রহ করে।

তাই উপরের সংবাদটির উপর ভিত্তি করে আপনি অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আমাদের সাথে যোগাযোগের ঠিকানা
বিক্রমপুুর ট্যুরিজম
কাজী প্লাজা, (২য় তলা) সিঁড়ির সাথে, সিপাহীপাড়া
রামপাল, মুন্সীগঞ্জ
ঢাকা, বাংলাদেশ
#ইমু #হোয়াটস আপ  #ভাইবার-01928717458
bikrampurtourism@gmail.com, foyesahmed60@yahoo.com

 Face Book(Foyes Ahmed)

FB Page

Face Book (Bikrampur Tourism)

No comments:

Post a Comment